দুর্গাপুরে শিক্ষক সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে প্রধান ও সহকারী শিক্ষকের ৫৯টি পদ শূন্য থাকার কারনে প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষা কার্যক্রম অনেকাংশেই ব্যহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, দুর্গাপুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের ৫৯টি পদ শূন্য রয়েছে। রবিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখাগেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন মাসিক সভা, দাপ্তরিক কাজ ও মাসিক প্রতিবেদন তৈরী সহ নানা কাজে উপজেলা সদরে আসেন, সেই সাথে একই বিদ্যালয়ের কোন শিক্ষক যদি সিইনএড বা শারীরিক অসুস্থতায় বিদ্যালয়ে না আসেন তবে ঐ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম নামমাত্র ভাবেই চালানো হয়। যারফলে যেমন পাঠদান ব্যহত হচ্ছে, অন্যদিকে দাপ্তরিক নানা কাজে বাঁধার সম্মুখিনও হতে হয় প্রতিনিয়ত।

২০১৩ সালে প্রাথমিক শিক্ষাকে জাতীয় করনের ঘোষনায় দুর্গাপুর উপজেলার ৪৪টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনা হয়। সদ্য জাতীয় করনকৃত কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন না করানোর অভিযোগও রয়েছে। যদিও কোন কোন বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়, তা যেন ইতালিয়ান সুরে মোহিত করা এছাড়া জাতীয় পতাকা টাঙ্গানো হচ্ছে রুগ্ন ও বাঁকা বাঁশ দিয়ে। বিদ্যালয়ের এসএমসি‘র সভাপতি রাজনৈতিক দলের হওয়ার কারনে, অনেক অবিভাবক ইচ্ছে থাকা সত্বেও কিছু বলতে পারছেন না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, বিষয়টি আমাদের কানেও এসেছে, এ ব্যাপারে দ্রæত পদক্ষেপ গ্রহন করছি, তবে শিক্ষকদের শুন্য পদের তালিকা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করেছি। আশা করছি আগামী বছরে এ সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে।