খালের নিচে বাস, শিশুসহ নিহত ২৫
ভারতের কর্নাটকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।
খবরে বলা হয়েছে, শনিবার দুপুরে বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে মান্ড্যতে এ দুর্ঘটনা ঘটেছে। চলন্ত বাসটি দক্ষিণ কর্নাটকের এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
বাসটি খালে পড়ার পর পাশে কর্মরত কৃষকরা এগিয়ে এসে উদ্ধারকাজ শুরু করে। বাসের ভেতর থেকে ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কর্নাটকের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর জি পরমেশ্বর বলেন, জানতে পেরেছি চালকের দোষেই এ ঘটনা ঘটেছে। আমরা খুব শিগগিরই তদন্ত করে এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন