গাইবান্ধায় ২ সাংবাদিকের উপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
জেটিভি’র সাংবাদিক আখতার হোসেন খান ওপেল ও জিটিভি অনলাইন (গাইবান্ধা টিভি) এর সাংবাদিক খোরশেদ আলমের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে গাইবান্ধায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বাংলাদেশ সাংবাদিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউন নবী রাজু, দৈনিক বজ্রশক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাহিদ হাসান মুকুল, জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আলম।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দেশেরপত্র পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ রিপন হাসান, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, জিটিভি অনলাইন (গাইবান্ধা টিভি) এর গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন শিরল, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি লালচান বিশ্বাস সুমন, চ্যানেল এক্সপ্রেস নিউজ এর জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম পরশ, দৈনিক কলম কথা পত্রিকার জেলা প্রতিনিধি শামসুর রহমান হৃদয় প্রমুখ।
বক্তারা, সাংবাদিক আখতার হোসেন খান ওপেল এবং খোরশেদ আলমের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সরকার ঘোষিতভাবে সারাদেশে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা থাকা সত্ত্বেও গত ১৬ ই জুন কিছু লোকজন মাসুদ মিয়ার সাইকেল গ্যারেজ এর গেট দিয়ে গাইবান্ধা পৌর পার্কে প্রবেশ করে। জিটিভির সাংবাদিক মোঃ আক্তার হোসেন খান ওপেল এবং জিটিভি অনলাইন এর সাংবাদিক খোরশেদ আলম মাসুদ মিয়ার গ্যারেজে গিয়ে লোক ঢুকাতে নিষেধ করলে মাসুদ মিয়া তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে। এক পর্যায়ে মাসুদ মিয়ার হাঁকডাক চিৎকারে অজ্ঞাতনামা কিছু লোক হাতে লাঠি, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। ঘটনার শোরগোল শুনে আশেপাশের লোকজন এবং দোকানদারগণ এগিয়ে এসে সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ বিষয়ে সাংবাদিক খোরশেদ আলম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন