গাইবান্ধার গোবিন্দগঞ্জে বীরমুক্তিযোদ্ধা সুবীর চন্দ্র দেবকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের বিশিষ্ট গালামাল ব্যবসায়ী সুজন দেবের পিতা বীর মুক্তিযোদ্ধা সুবীর চন্দ্র দেব শনিবার (৭ জানুয়ারী) ভোরে অসুস্থ জনিত কারনে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন।
তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়ী রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগায় নিয়ে গেলে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তার কাফিনে পুস্তস্তবক অর্পন করে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি গোলাম রব্বানীসহ অন্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে পারিবরিক শ্বশানে দাহ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন