গাইবান্ধার ফুলছড়িতে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মাঝে বেসরকারি সংস্থা প্রশিকার উদ্যোগে কালিরবাজার বোর্ড বাজার অফিস কার্যালয় চত্বর থেকে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে কম্বল বিতরণ করা হয়েছে।
সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার শীতার্ত ৪৫০টি পরিবারের মাঝে কম্বল এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান ও পূনবার্সন কর্মসুচির উপপরিচালক ও বিভাগ প্রধান মোঃ নুরুল ইসলাম রেনু, গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, এলাকা ব্যবস্থাপক মোঃ রিপন খান, ফুলছড়ির এলাকা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম, শাখা ব্যবস্থাপক মোঃ আলতাফ হোসেন, মোঃ মোশারফ হোসেন, সুরেশ চন্দ্র রায় প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন