গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকলীগ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন কৃষকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার আহবায়ক আদম মালিক চৌধুরী (মহাব্বত)।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাসেদুল সিদ্দিক, কৃষিবিদ লুৎফর বারী আল ওসমানী, খন্দকার জাহাঙ্গীর আলম, আরমানুল হক পার্থ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও বর্তমান সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা প্রমুখ।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা কৃষকলীগ সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পাল। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগ এবং সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা কৃষকলীগের সভাপতি পদে আদম মালিক চৌধুরী মহব্বত ও আমিনুল ইসলাম পাপুল প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু।

উল্লেখ্য; সম্মেলনে ঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সম্মেলনে উল্লেখ করা হয়।