গাইবান্ধার সাদুল্লাপুরে এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন (জেড.এফ)-এর আয়োজনে এবং ডা. মোজাফ্ফর আহমেদ আইকেয়ার সেন্টারের সহযোগিতায় কামারপাড়া ঈদগাহ্ ময়দানে চতুর্থবারের মত প্রথম পর্বে স্থানীয় তিনটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৩০ জন শিক্ষার্থীর মাঝে এসব পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
জোনার ফাউন্ডেশনের সভাপতি এ.জে আশিকুর রহমান শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মো. তাওহীদ উল ইসলাম তুষার, মন্দুয়ার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. সিরাজুল ইসলাম সিরাজী, জোনার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জুবায়ের হিমেল, কার্যনির্বাহী সদস্য মো. ফরিদ মন্ডল ও ফয়সাল কবিব।
উল্লেখ্য; চলতি বছরে স্থানীয় জনসাধারণের অনুদান সংগ্রহ করা ৫০০ খানা কুরআন শরীফ তিনপর্বে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
২০১৪ সাল থেকে এ জেলায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সাধনের জন্য টেকসই উন্নয়ন, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসেবে জোনার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বলে সংগঠন নেতৃবৃন্দ জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন