ইবিতে সাতসকালে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযানে ছাত্রলীগ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ”ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” কর্মসূচি পালন করছে ইবি ছাত্রলীগের লালন শাহ হল ইউনিট।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্ধোধন করেন তারা। বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সার্বিক তত্ত্বাবধায়নে কেন্দ্রীয় কর্মসূচি ”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে এ ইউনিটের নেতা-কর্মীরা।

জানা যায়, সাতসকালে বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে লালন শাহ হল ইউনিটের প্রায় ৫০-৫৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং মাঠের ভিতর পড়ে থাকা ময়লা-আবর্জনাগুলো দীর্ঘক্ষণ ধরে পরিষ্কার করে ময়লার স্তুপগুলো অন্যস্থানে সরিয়ে নেন। পরবর্তীতেও “স্মার্ট ক্যাম্পাস রূপদান” করতে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে নাসিম আহমেদ জয় বলেন, ছাত্রলীগ বরাবরই সাধারণ শিক্ষার্থীদের সুবিধাত্বে শিক্ষাঙ্গনে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচি “স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ” এর অংশ হিসেবে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিমিত্তে ছাত্রলীগ এ কর্মসূচি পালন করছে। পরবর্তীতে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আমাদের এ ধারা অব্যাহত থাকবে।