গাইবান্ধায় তিনদিনব্যাপী বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় টিটিসি অফিস চত্বরে মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারী) রাতে তিনদিনব্যাপী বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম। টিটিসির অধ্যক্ষ প্রকৌ: মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মো. নেশারুল হক, নেসকো গাইবান্ধা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো. মাছুম হক্কানী। টুর্নামেন্ট উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’। অনুষ্ঠানটি স ালনা করেন টিটিসির সিনিয়র ইন্সট্যাক্টর মো. আমির হোসেন আমু।
টুর্নামেন্টে গাইবান্ধা টিটিসি-১, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা টিটিসি-২, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গণ উন্নয়ন কেন্দ্র, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসহ জেলার ৮টি দল অংশ গ্রহণ করে।
উদ্বোধনী দিনে ৪টি খেলায় গাইবান্ধা টিটিসি-১, গণ উন্নয়ন কেন্দ্র, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ও গাইবান্ধা টিটিসি-২ জয়লাভ করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন