গাইবান্ধায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ১৭ হতে ২২ ডিসেম্বর উদযাপন উপলক্ষে এক অ্যাডভোকেসি সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসান।
সভায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. রবিউল পারভেজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মোসা. মাহবুবা খাতুন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ডা. আফসারী খানম, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক নুর-ই-আলম সিদ্দিকী, সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, ফ্রেন্ডশীপের প্রতিনিধি জিএম আব্দুর রহিম ও মো. ফারুক হোসেন প্রমুখ।
সভায় বলেন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নতি সাধন, অনাকাক্সিখত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত রোধ এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যু ২০৩০ সালের মধ্যে ৭০-এ নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন