গাইবান্ধায় বাদিয়াখালি স্টেশনে দোঁলনচাপা ট্রেনের যাত্রা বিরতি ও আনন্দ সমাবেশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230101_215113-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশনে দোলনচাঁপা ট্রেনটি রোববার (১ জানুয়ারী) দুপুর ১টা ২০ মিনিটে যাত্রা বিরতি করে। ট্রেনটি রেল স্টেশনে এসে পৌছানোর সাথে সাথেই বাদিয়াখালী ইউনিয়নসহ আশেপাশের শত শত এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে দোঁলনচাপা ট্রেনের চালকসহ কয়েকজন যাত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির উদ্যোগে আনন্দ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে আনন্দ সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির আহবায়ক ও গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবীর, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, আহাদুজ্জামান রিমু, অভিজিৎ দাস, খিলন রবিদাস প্রমুখ।
উল্লেখ্য, সদর উপজেলার বাদিয়াখালী রেল স্টেশনে দোলনচাঁপা ট্রেন যাত্রাবিরতির দাবিতে এলাকার জনগণ দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী পরীক্ষামূলক যাত্রা বিরতি আদেশে একবছর আন্দোলনের ফলশ্রæতিতে প্রতিক্ষিত দোলনচাঁপা ট্রেনটির যাত্রা বিরতি বাস্তবায়ন হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন