গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ৫জন নিহত, ৩ জন আহত
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ। এতে মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন নারীসহ ৫জন নিহত ও ৩জন আহত হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমড়াকান্দি নামক স্থানে ঢাকা গামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাট গামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের সমুখভাগ দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪জন নারী ঘটনাস্থলেই নিহত ও ৩জন আহত হয়েছে। নিহততের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো ঢাকা পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। ভাংগা হাইওয়ে পুলিশের এস আই নোমান ও মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন