গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ চারতলা বিশিষ্ট নবনির্মিত ৩ একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবন গুলো প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।
উদ্বোধন উপলক্ষে সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবেদ হোসেন সরদারের সভাপতিত্বে
এতে প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জমান হিরু, এমপি’র সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্যা আলহাসান চৌধুরী লিটন, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন হায়দার ও সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টু। অনুষ্ঠানটির স ালনায় ছিলেন যুবলীগ নেতা মনিরুজ্জামান মিন্টু।
পরে প্রধান অতিথি বোগদহ দাখিল মাদ্রাসা, দশলাল দাখিল মাদ্রাসা ও শাহজাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন