ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন
তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতভর ঘন কুয়াশা আর কনকনে হাওয়া দেশের বিভিন্ন জেলায় বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডা। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও প্রান্তিক মানুষেরা।
সকাল থেকে ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়লেও কুয়াশার দাপট না কমায় শীতে কাবু জনজীবন।
রাজশাহী, ঠাকুরগাঁও সহ দেশের উত্তরের বিভিন্ন জেলায় মৃদু কুয়াশা ও শীতল বাতাস থাকায় খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে।
এছাড়া সকালে কাজের সন্ধানে শহরে ছুটে আসা মানুষেরা পড়েন বিপাকে। সূর্যের তাপ না থাকায় দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল মানুষেরা। সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা বাড়লেও বাতাসের প্রবাহে শীত অনুভূত হচ্ছে।
এদিকে, সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন