ঘুষ না দেয়ায় গাড়ির যন্ত্রাংশ খুলে নিলেন ওসি!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/image-14390-1517756046.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঘুষ না দেয়ায় জব্দ করা একটি প্রাইভেটকারের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়েছেন ওসি। এ ঘটনায় কিশোরগঞ্জের ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান ও এসআই জালাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
রোববার বিরুদ্ধে কিশোরগঞ্জের ২ নং আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি দায়ের করেন রফিকুল ইসলাম।
আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদ এ ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ভৈরব উপজেলার সাদেকপুর এলাকার আবদুর রহিমের ছেলে রফিকুল ইসলামের একটি জি-করোলা প্রাইভেটকার জব্দ করে পুলিশ। পরে রফিকুল ইসলাম থানায় যোগাযোগ করলে ওসি মোখলেছুর রহমান ও এসআই জালাল উদ্দিন তার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।
টাকা দিতে অস্বীকার করলে জব্দ অবস্থায় থাকাকালে ওই গাড়ির ভিতর থেকে পাঁচ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ খুলে রেখে তাকে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে ওই ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মামলা করেন রফিকুল ইসলাম।
মোবাইলে যোগাযোগ করা হলে ওসি মো. মোখলেছুর রহমান জানান, একটি মামলায় সাক্ষী দিতে তিনি টাঙ্গাইলে গেছেন। এ বিষয়ে তিনি এখনো কিছুই জানেন না।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন