চট্টগ্রামের বাশঁখালীতে মোবাইল কোর্টের অভিযানে ৩১ হাজার জরিমানা
চট্টগ্রামের বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযানে সাত ব্যবসায়ীকে ৩১ হাজার জরিমানা করলো মোবাইল কোর্ট।
সোমবার (১১ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা প্রদান করেন মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইম বাজার, চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার ও পুঁইছুড়ি ইউনিয়নের প্রেম বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাত পেঁয়াজ ব্যবসায়ীকে ৩১টাকা জরিমানা প্রদান করা হয়।অভিযানে পেঁয়াজের মূল্য বৃদ্ধির সঠিক কারণ ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চাম্বলের তিন দোকানিকে ১৫ হাজার টাকা এবং প্রেম বাজারে চার দোকানিকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৭ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই দোকানি গুলো মূল্য তালিকা প্রদর্শন করেনি এবং বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করলেও ক্রয় রশিদ দেখাতে পারেননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন