চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার
চট্টগ্রাম মহানগরীতে দুর্ধর্ষ ছিনতাইকারীচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) দিনগত রাত পৌনে ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন শাওন ফরাজী ওরফে শাওন (২৪) ও ফয়সাল সিকদার আপন (২২)। তাদের কাছ থেকে লুণ্ঠিত তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
সোমবার (১ আগস্ট) দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।
তিনি বলেন, গত ২৮ জুলাই বিকেলে ৫টার দিকে নিউমার্কেট এলাকায় ছিনতাইয়ের শিকার হন পুজা দাশ নামের এক গৃহিণী। দুই ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
পরে গৃহিণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত মামলা নিয়ে রোববার দিনগত রাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। লুণ্ঠিত স্বর্ণের চেইনটিসহ তিনটি চেইন উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও চুরির মামলা রয়েছে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন