চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাইকালে আটক-১

ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় গননার সময় এক প্রবাসীর স্ত্রীকে নেশা দিয়ে টাকা ছিনতাই করার চেষ্টা করে খোকন নামে এক ব্যাক্তি। পরে ওই মহিলার ডাকচিৎকারে ব্যাংকের মধ্যেই তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন ব্যাংকের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ২টার দিকে শহরের জেএম সেনগুপ্ত রোড জোড়পুকুর পাড় এলাকায় ব্যাংকে এই ঘটনা ঘটে।
ওই প্রবাসীর বাড়ী ফরিদগঞ্জ উপজেলায়। তিনি চাঁদপুর শহরে বসবাস করেন। তবে নিরাপত্তার জনিত কারণে তিনি ব্যাক্তিগত পরিচয় দিতে রাজি হননি।
তিনি বলেন, ব্যাংকে টাকা গণনার সময় ১শ’ টাকার ছেড়া নোট বাছাই করছি। কিছু বাছাই করে কাউন্টারে জমা দিয়েছে। তখনই ওই ব্যাক্তি আমার কাছে এসে বসে। আমার সাথে বিভিন্ন কথা বলে টাকা ছিনতাই করার ফাঁদ পাতে। আমার হাতে কিছু একটা দিলে আমি জ্ঞান হারানোর চেষ্টা করি এবং চিৎকার করি। পরে ব্যাংকের কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
আটক খোকন মাদারিপুর জেলার শীবচর থানা এলাকার লাল মিয়ার ছেলে। তিনি নারায়নগঞ্জ চিটাগং রোডে ফার্নিচার ব্যবসা করেন। ব্যাংকে টাকা জমা দিতে আসছেন বলে তিনি জানান।
পুলিশ জানায়, খোকন নামে ওই ব্যাক্তিকে আটক করা হয়েছে। কিন্তু প্রবাসীর স্ত্রী কোন ধরণের অভিযোগ করতে রাজি হননি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















