চুয়াডাঙ্গায় এক নারীর যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় ফাতেমা খাতুন (৩০) নামে এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছে আদালত।
আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আসামি ফাতেমা খাতুনের উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
সেসময় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি ফাতেমা খাতুন সদর উপজেলার হাতিকাটা গ্রামের সুরুজ আলীর স্ত্রী।
মামলার নথি অনুযায়ী জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে ২০২১ সালের ২৫ এপ্রিল হাতিকাটা গ্রামে ফাতেমা খাতুনের বসতবাড়িতে অভিযান চালায়। সেসময় একটি কক্ষ থেকে চালের ড্রামের মধ্যে থেকে ৫০৬ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ-আল-মামুন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে ফাতেমা খাতুন ও তার স্বামী সুরুজ আলীকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত চলাচালে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ফাতেমা খাতুনকে দোষী সাব্যস্ত প্রমাণ হলে আদালতের বিচারক যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি গিয়াস উদ্দিন জানান, চার্জ গঠনের সময় মামলা থেকে সুরুজ আলীকে অব্যহতি দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন