চুয়াডাঙ্গায় জেগে উঠেছে পুলিশ; ৬ ডাকাত আটক
চুয়াডাঙ্গায় ডাকাত দল যেমন উগ্র হয়েছে তেমনী তাদেরকে পাকড়াও করতেও জেগে ওঠে পুলিশ। গত আট দিনের মাথায় আলমডাঙ্গায় পরপর তিনবার ডাকাতির ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
(৯ জুন) শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে নামকরা কুখ্যাত ডাকাত সদস্য ফজাও রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলায় দায়ের করা হয়েছে।
সূত্র জানিয়েছে, গত ৭ জুন রাত ৮টার দিকে পুটিমারী সড়কে এবং ৮ জুন ভোররাতে বন্ডবিল গেটে যাত্রীবাহী বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটায় তারা। এরপর থেকে পুলিশের একাধিক টিম ডাকাত সদস্যদের ধরতে চিরোনী অভিযান শুরু করলে গতকাল রাতে ৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডাকাতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। মামলা দায়েরের পর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন