চোখের পাপড়ি সুন্দর করার সহজ উপায়
আমরা সবাই নিজেকে সুন্দর দেখতে পছন্দ করি। কিসে নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তোলা যায়। সে বিষয়ে চলে নিরন্তর চেষ্টা। আর তাই চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে চোখের পাপড়ির অবদান বেশি। শারিরীক গড়ন বা ফিগার সুন্দর করার জন্য যেমন যত্ন নিতে হয় তেমনই যত্ন নিতে হয় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেরও। যেমন ত্বক, দাত, ভ্রু, নখ, চুল ইত্যাদি। তেমনইভাবে শরীরের আরও একটি গুরুত্বপূর্ণ হচ্ছে চোখের পাপড়ি।
চেহারাকে সুন্দর করে তুলতে চোখের পাপড়ি যত্নেরও কোনো বিকল্প নেই। কিছু উপায় মেনে চললে চোখের পাপড়ি লম্বা ও ঘন করতে সাহায্য করবে। তবে মাস্কারা চোখের পাপড়ি সাজাতে ব্যবহার করা যেতেই পারে। আর এক কোট মাস্কারা লাগিয়ে তার উপর অল্প করে পাউডার ছড়িয়ে দ্বিতীয় কোট মাস্কারা বুলিয়ে নিন। এই পদ্ধতিতে পাপড়ি অনেকটাই ঘন দেখাবে।
এছাড়াও আছে আরো কিছু উপায় :
তেল লাগান: চোখের পাপড়ি ঘন করে তোলার জন্য কয়েকটি তেলের মিশ্রণ তৈরি করে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওই মিশ্রণ একটি পরিষ্কার মাস্কারা ব্রাশের সাহায্যে চোখে বুলিয়ে নিন। প্রতি রাতে এই নিয়মে তেল লাগালে পাপড়ি ঘন হবে।
ভ্যাসলিন : শুনতে অদ্ভুত শোনালেও চোখের পাপড়ি ঘন করে তুলতে ভ্যাসলিন বেশ উপকারী। প্রতি রাতে পাপড়িতে অল্প পরিমাণ ভ্যাসলিন বুলিয়ে নিন। এতে পাপড়ি দ্রুত বেড়ে উঠবে।
ভিটামিন ই : তেলের সঙ্গে দুটি ভিটামিন ই ক্যাপসুল ফাটিয়ে মিশিয়ে নিন। প্রতি রাতে চোখের পাপড়িতে লাগান। এছাড়া খাদ্য তালিকায় রাখুন প্রচুর ভিটামিন ই যুক্ত খাবার যা চুল ও ত্বকের জন্য উপকারী। সূত্র : ইন্টারনেট
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন