ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই, বিবাহিতরা বাদ
ছাত্রদলের নতুন কমিটি গঠনে আগামী ১৫ জুলাই কাউন্সিলের দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে।
রোববার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘নবউদ্যমে ছাত্রদলকে এগিয়ে নেয়ার জন্য আগামী ১৫ জুলাই কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়েছে। সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। এজন্য নির্বাচন কমিশন, বাছাই ও আপিল কমিটি করা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘বিবাহিতরা কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না। কারণ, তারা ছাত্রের মধ্যে পড়েন না। প্রার্থী হতে হলে ২০০০ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে রেজিস্ট্রেশন হতে হবে।’
সংবাদ সম্মেলনে কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল কবির খোকন বলেন, ‘ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকা বিষয়ে আপত্তি নেয়া হবে ২৫ জুন। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৬ জুন। মনোনয়নপত্র বিতরণ ২৭ ও ২৮ জুন, গ্রহণ ২৯ ও ৩০ জুন। প্রার্থিতা যাচাই-বাছাই ১, ২ ও ৩ জুলাই, প্রার্থী খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই, প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৭ জুলাই ও ভোট হবে ১৫ জুলাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সাবেক নেতা ড. আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম মোশারফ হোসেন, আজিজুল বারী হেলাল, আমিরুল ইসলাম খান আলিম, শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন