জনগণের কাছে হেরে নৌকা এখন কোর্টে : ফখরুল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/image-124909-1545463662.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জনগণের কাছে হেরে গিয়ে নৌকা এখন কোর্টে (আদালত) আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নীলফামারীর সৈয়দপুরে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোট গণনা পর্যন্ত আপানারা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেবেন।
তিনি বলেন, সরকার জনরায় উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। আর এ কারণে জনগণের কাছে হেরে গিয়ে কোর্টে আশ্রয় নিয়েছে নৌকা।
এর আগে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সৈয়দপুরে নির্বাচনী প্রচার শেষে বিএনপির মহাসচিব দিনাজপুর যাবেন। বিকালে তিনি সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন