জাহানারা কাঞ্চন স্মরণে শিবগঞ্জে নিসচা’র দোয়া মাহফিল
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ভাইয়েরপুকুর বন্দর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ অক্টোবর) বাদ আসর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাহানারা কাঞ্চনসহ এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ভাইয়েরপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু মুসা শেখ।
মিলাদ মাহফিল এর পূর্বে নিরাপদ সড়ক আন্দোলন ও নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে মিলাদ মাহফিলে নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সোহাগ আহম্মেদ, প্রকাশনা সম্পাদক ইমরানুল হক ইমরান, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, রাজিকুল ইসলাম রনি, সামসুর রহমান, হেলাল উদ্দিন, সেলিম হোসেন প্রাং, মোহাম্মাদ আলী, রাব্বী হাসান সুমনসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় ছবির স্যুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন