ময়মনসিংহে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা বজলুর রহমানের মৃত্যু বার্ষিকী উদযাপন

ময়মনসিংহে জেলা ও সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ বজলুর রহমানের নবম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

২০ অক্টোবর শুক্রবার মাসকান্দা জুময়ার নামাজের পর এতিমখানার ছাত্রদের দিয়ে কুরআন শরীফ খতম, আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন হযু্রত মাওলানা মুহম্মদ ইলিয়াস আহমেদ।

এসময় ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সারোয়ার কাইয়ুম, সোলায়মান মোহন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, একে আজাদ, ধৌবাউরা উপজেলার সভাপতি শাহিনুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান বলেন ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও ৬৯ এর গণ অভ্যূত্থানের অন্যতম সংগঠক, মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যুদ্ধের সাহসী গ্রুপ কমান্ডার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (রাজনৈতিক), বিশ্বনন্দিত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক লিয়াজোঁ কর্মকর্তা, বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাননীয় সংসদ সদস্য, শিরীন আহমেদ এর প্রয়াত স্বামী এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্যর বাবা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. বজলুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমদের কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহ পাকের নিকট আমরা হাত উঠিয়েছি দোয়া করছি, মহান আল্লাহ পাক যেন বজলুর রহমানের সমস্ত গোনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন।সেই সাথে ফিলিস্তিনি গাজায় ইয়াহুদীবাদী হত্যাযজ্ঞ নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের প্রতি মহান আল্লাহ পাকের নিকট মাগফেরাত কামনা করেন।