ঠাকুরগাঁওয়ে বিনা লাইসেন্সে ক্লিনিক পরিচালনা করায় মালিকের ৪ মাসের জেল ও জরিমানা
ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা করার অপরাধে ক্লিনিক মালিককে ৪ মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল ও অর্থদণ্ড এবং একইসাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাসে থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোন প্রকার খোঁজখবর না নিয়েই নাম বিহীন ও লাইসেন্স বিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২) কে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫০০০টাকা জরিমানা করা হয়।
এছাড়া নাম ও লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচলনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২) কে ১৩ ধারায় ৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদন্ড করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামীকে কারাগারে পাঠানোর হয়েছে বলেও জানান তিনি।
বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন