ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রমোশন অফ রাইটস্ অফ এথনিক মাইনোরিটি এন্ড দলিতস্ ফর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদ্বীপ) এর উপজেলা পর্যায়ের বিভিন্ন এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাথে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ)দুপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর আয়োজনে হেকস্ ইপারের সহযোগিতায় প্রমেদ্বীপ প্রকল্প অফিসে এ মতবিনিময় সভা হয়।
এ্যাডভোকেসী প্লাট ফরমের সভাপতি মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানেরর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উপজেলা শাখার সভাপতি রেভারেন্ট বিষ্ণু পদ রায়, হিউম্যান রাইটসের উপজেলা সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপনে রায়, ইএসডিত্ত’র উপজেলা ম্যানেজার অরুন চন্দ্র শীল, সংস্থার এ্যাডভোকেসী অফিসার সুজন খান, বনুয়াপাড়া আদর্শ মানবকল্যান সংস্থার সভাপতি ও সেনা সদস্য খাজির উদ্দীন হাসান, নারী জয়িতা নাহিদ পারভিন রিপা, এ্যাডভোকেসী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফানসিস বাক্সে, আদিবাসী উন্নয়ন ফোরামের সহ সভাপতি কাচেন্দ্র নাথ ঋষি, ক্রিড়া ব্যক্তিত্ব ফারুক হুসেন, এনএনসি সদস্য শাহজাহান আলী, গ্রাম উন্নয়ন সতিমির সভাপতি কালাডা টুডু সহ অন্যান্যরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















