ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আটক-১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আকরাম হোসেন (২২) নামে এক জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকরাম হোসেন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

পীরগঞ্জ থানার (এস আই) মকুল কুমার সেন জানান ,মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকা থেকে আকরাম হোসেন কে ৪৫ বোতল বিদেশী নিষিদ্ধ মদ সহ আটক করে।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংশোধনীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ২০১৮ সালে আইনের ধারায় মামলা করা হয়েছে। পরদিন বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।