নওগাঁয় আরও ১২৯০ ভূমিহীন পরিবারকে ঘর হস্তান্তর

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় আরও ১ হাজার ২৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান উপকারভোগীদের ঘরগুলো বুঝিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার নাইসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও বদলগাছীকে গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৯টি উপজেলায় ১ হাজার ২৯০টি পরিবার ঘর পেয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১২০টি, বদলগাছীতে ১০০টি, ধামইরহাটে ১৪০টি, পত্নীতলায় ১৪৬টি, মান্দায় ১৭৭টি, মহাদেবপুরে ১১৬টি, নিয়ামতপুরে ১৬০টি, পোরশায় ১৫৪টি ও সাপাহারে ১৭৭টি।