বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে
ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের সামরিক প্রতিনিধিগনের শ্রদ্ধা জ্ঞাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সমাধিসৌধে ডিজিএফআইয়ের মহাপরিচালকসহ ৭ দেশের সামরিক প্রতিনিধিগন পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় অস্ট্রেলিয়া, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তান, প্যালেস্টাইন ও তুর্কি এর ০৭ জন সামরিক প্রতিনিধি ও তাদের পরিবারবর্গ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক অদ্য ১২:৩৫ ঘটিকায় সড়ক পথে জাতির পিতার সমাধিসৌধে আগমন করেন। পরবর্তীতে মহাপরিচালক মহোদয় সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে জাতির পিতার সমাধিসৌধ ত্যাগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন