ডিমলায় বীরমুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : বিভিন্ন মহলের শোক
হামিদা আক্তার, নীলফামারী : নীলফামারীর ডিমলায় বীরমুক্তিযোদ্ধার মৃর্ত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহলের শোক প্রকাশ ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বীরমুক্তিযোদ্ধা কাজীমুদ্দিনের বার্ধক্য জনিত কারনে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য থাকাবস্থায় ১৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তিনি ০৩ ছেলে ০১ মেয়ে, স্ত্রী ও আত্বীয় স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ১৪ জুলাই সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ঝুনাগাছ চাপানী আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রর্দশণ পূর্বক অস্ত্র নামিয়ে বীরমুক্তিযোদ্বার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন করেন। রাষ্ট্রীয় সম্পান শেষে বীরমুক্তিযোদ্ধাকে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। বীরমুক্তিযোদ্ধার মৃর্ত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামছুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সীমান্ত টাইমস২৪.কমের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক ফরিদুল ইসলাম, ডিমলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা, বিজয় টিভির প্রতিনিধি সাংবাদিক হামিদা বারী প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন