প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দশম জাতীয় সংসদের একুশতম অধিবেশনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

আজ শনিবার (১৪ জুলাই) এগারটায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোট নেতারা।

সমাবেশে সমাজতান্ত্রকি ছাত্রফ্রন্ট (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ বলেন,“পাবলিক বিশ^বিদ্যালয় চলে জনগণের ট্যাক্সের টাকায়,প্রধানমন্ত্রীর সহ সকল প্রজাতন্ত্রের কর্মচারির বেতন ও হয় কৃষক-শ্রমিক মেহনতি মানুষের ঘামের টাকায়। তাই প্রধানমন্ত্রী এহেন বক্তব্য শুধু কোটা সংস্কার আন্দোলনকারী নয় দেশের সকল জনগণের জন্য অপমানজনক”।

বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীনগর সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আাশিকুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।