ডেঙ্গু টেস্ট কিটে সব ধরনের ভ্যাট প্রত্যাহার
ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়কর প্রত্যাহার করে নিয়েছে সরকার।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। পণ্যগুলো মানসম্মত কিনা তা মনিটরিং করবে ওষুধ প্রশাসন অধিদফতর। এ সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে সোমবার সকাল আটটা পর্যন্ত সারা দেশে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দুই হাজার ৫৪ জন। এক দিনে এত বেশি রোগী এর আগে কখনো দেখা যায়নি।
এই হিসাবে প্রতি ঘণ্টায় ৮৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ প্রতি দুই মিনিটে আক্রান্ত হচ্ছেন তিন জন।
নতুন রোগীদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৯৫ জন।
ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়। এতে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতে্যুর সংখ্যা বলা হয়েছে ১৮ জন।
প্রতিবেদন অনুযায়ী চলতি বছর ২৭ হজার ৪৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি সাত হাজার ৬৫৮ জন, আর চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে ১৯ হাজার ৭৬১ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন