ঢাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/56e.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার ভোরে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সকাল পৌনে ৮টায় শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি বিএমএ ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ের গিয়ে শেষ হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও আরো পাঁচজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর নাজিমউদ্দিন রোডের পুরোনা কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কারাবন্দি খালেদা জিয়ার বাম হাত-পা প্রায় অবশ হয়েছে। জরুরি ভিত্তিতে বিশেষায়িত হাসপাতালে তাঁর চিকিৎসা প্রয়োজন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন