ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ
বিএনপির ডাকে ১২তম দফা অবরোধের প্রথমদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে মিরসরাই উপজেলা বিএনপি।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) ভোরে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে এ কর্মসূচি পালন করেছে নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন জানান, দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন