পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার উঠান বৈঠকে নারী সমর্থকদের মিলনমেলা

নৌকার সাইনবোর্ড লাগিয়ে অঢেল সম্পত্তির মালিক হয়ে আজ দলের বিরোধিতা করছে। তিনি কোনদিন হৃদয় দিয়ে দলকে ভালোবাসেননি আজ তা সবার কাছে প্রকাশ পেয়েছে। তবে আমরা যারা আওয়ামীলীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মার্কা ‘নৌকা। এর বাইরে আর কিছু নেই বলে জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা মাঠে পৌর শহর আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে মহিববুর রহমান আরও বলেন, করোনার মহামারীর সময় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি জীবন বাজি রেখে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। আমার সময় কলাপাড়ায় শালিশ বাণিজ্য, দখল বাণিজ্য, চাঁদাবাজি, সন্ত্রাস ছিলনা। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে ছিলাম বিধায় দল আমাকে আবারও আপনাদের খেদমতের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছে। সুতরাং নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন। তিনি বলেন, আজকে যারা দলীয় প্রধানের নির্দেশনা প্রত্যাখ্যান করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তারা এক সময় এ জনপদে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল। এবার নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা শান্তি চান, না সন্ত্রাস চান। যদি শান্তির পক্ষে আপনাদের অবস্থান হয় তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিন।

নৌকার সমর্থনে আয়োজিত এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর মোসাম্মৎ রোজিনা আক্তার, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ হুমায়ূন কবির, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর ও শহর যুবলীগের সম্পাদক মোঃ তারেকুজ্জামান তারেক সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নারীদের ব্যাপক উপস্থিতি উঠান বৈঠক এলাকাকে জন সমুদ্রে পরিণত হয়।

পরে একই দিন সন্ধ্যায় লতাচাপলি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলিপুর বাজারের থ্রি পয়েন্ট এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য ভোটারদের আহ্বান জানান নৌকা মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।