ত্রিশালে দুই ছিনতাইকারী গ্রেফতার
ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ কর্তৃক দুইজন ছিনতাইকারী গ্রেফতার এবং নগদ ৬ লক্ষ টাকা উদ্ধার করছে।
২৯-শে জানুয়ারী দুপুরে মোছাঃ শিরিনা আক্তার (২৮) তার প্রবাসী স্বামীর প্রেরিত টাকা সোনালী ব্যাংক,ত্রিশাল শাখা থেকে উত্তোলন করে রিক্সায় ত্রিশাল থানাধীন ইভা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মোটর সাইকেলে দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী ভিকটিমের রিক্সার গতিরোধ করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে ময়মনসিংহের দিকে পলায়ন করে।
ভিকটিম ঘটনাস্থলে চিৎকার আরম্ভ করলে ত্রিশাল বাসষ্ট্যান্ডে অবস্থানরত থানা টহল পুলিশের সদস্যরা এসআই হুমায়ুন কবির এর নেতৃত্বে ধাওয়া করে মাত্র দুই ঘন্টারও কম সময়ে মধ্যে ত্রিশাল থানাধীন বৈলর কাজির শিমলা উকিল বাড়ী মোড় থেকে মোটর সাইকেলসহ দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হল-১। মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা-মোঃ রমজান আলী, মাতা-ফজিলা খাতুন, সাং-চিকনা মনোহর,থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ২। মোঃ মেহেদী হাসান সাব্বির (২৫), পিতা- মোঃ রমজান আলী, মাতা-ফাতেমা খাতুন, সাং-পাঁচপাড়া (বড় মসজিদ), থানা: ত্রিশাল, জেলা : ময়মনসিংহ। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় (মামলা নং ১৬)তারিখ ২৯/০১/২০২৪) দ্রুত বিচার আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন