দুই ট্রেনের সংঘর্ষ, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ রেল দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের চালক আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান, সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনে দুই মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ট্রেনের চালকও। দুর্ঘটনার পর পরই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
দুর্ঘটনাস্থল থেকে মালবাহী ট্রেন দুটি সরিয়ে নেয়া সম্ভব হয়নি। উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। কতক্ষণে তারা এসে উদ্ধারকাজ শেষ করবে তা বলা যাচ্ছে না। শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন