দ্বিতীয়বারের মত বাবা হলেন রোনালদো!
দ্বিতীয়বারের মত বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটাই দাবি করেছে পর্তুগিজ টিভি চ্যানেল এস আই সি। তাদের দাবী, এবার জমজ সন্তানের বাবা হয়েছেন এই পর্তুগিজ ফুটবল তারকা।
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের একজন ‘সারোগেট মাদার’এর সাহায্যে এবার জমজ সন্তানের বাবা হলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। এই জমজ সন্তানের নাম রাখা হয়েছে এভা এবং ম্যাতেও। যদিও পর্তুগিজ এই মহাতারকা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি।
এর আগে ২০১০ সালে ‘সারোগেট মাদার’-এর মাধ্যমে প্রথমবার বাবা হয়েছিলেন রোনালদো। তার সেই সন্তানের নাম ক্রিশ্চিনহো ওরফে রোনালদো জুনিয়র। উল্লেখ্য গত মার্চে ব্রিটিশ এক গণমাধ্যম দাবী করেছিল, জোড়া পুত্র সন্তানের বাবা হয়েছেন রোনালদো। যদিও পরে সেটা ভুয়া বলেই প্রমাণিত হয়। এবারে খবর আদৌ সত্যি কী না সেটা সময়ই বলে দেবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন