নওগাঁর আত্রাই-রাণীনগর থানা পুলিশের পৃথক অভিযান ৯ জন গ্রেপ্তার

নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক এবং নারী ও শিশু নির্যাতন মামলার ৯জন আসামীকে গ্রেপ্তার করেছে। এসময় একজন মাদক কারবারীর নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন,বুধবার রাতে উপজেলার বিশা ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মুনছুর রহমানের ছেলে পল্টু ওরফে নাহিদ (৪০) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে নারী-শিশু নির্যাতন মামলার আদালতের পরোয়ানাভুক্ত আসামী উপজেলার তিলাবুদুরী গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহিন আলম,একেন আলীর ছেলে আব্দুর রহমান,আব্দুর রহমানের স্ত্রী মাজেদা বিবি,পাঁচ পাকিয়া গ্রামের ওয়াহেদের ছেলে রাশিপ আলী,ভরতেতুলিয়া গ্রামের নজরুলের স্ত্রী মাজেদা বিবি,সাহাগোলা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মিজানুর রহমান এবং বহলা গ্রামের আব্বাস আলীর ছেলে শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,একটি মাদক মামলার পলাতক আসামী জাহাঙ্গীর আলম (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে নিজ বাড়ী উপজেলার খট্রেশ্বর ঠিকাদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।