নওগাঁর পত্নীতলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার নওগাঁর পত্নীতলায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবস টি উপলক্ষে ইকুইটবেল এ্যাক্সসে এন্ড রেজিলিয়েন্টে লাইফ ফর দি মার্জিনালাইজড কমিউনিটিস ইন বাংলাদশে (ইএআরএল) প্রকল্পের আওতায় বেসরকারী এনজিও সংস্থা ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে ও হেকস/ইপার এর সহযোগিতায় উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠতি হয়েছে।
আলোচনা সভায় পাটিচরা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতত্বিে বক্তব্য রাখনে পাটিচরা ইউপি সচিব রেজাউল করিম ইউপি সদস্য বিপুল চন্দ্র দাস, সারোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রোওশন আরা, ডাসকো’র সমন্বয়কারী রিতু মালো, কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার রাসেল হোসেন, মোছাঃ রুবি প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ বলেন, মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মূলক সমাজ বিনির্মানে সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী যাতে যেন এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে এবং সকালরে অধিকার সমুন্নত রাখার জন্য সচেষ্ট হতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন