শারদীয় দূর্গা উৎসব-২০২২
নওগাঁর পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় উপজেলা পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দে এর সঞ্চালনায় সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা ফায়ার সার্ভিস ইনচার্জ রায়হান ইসলাম সিহাব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ লতিফুর রহমান শাহ্ ফকির, সাবেক অধ্যাপক সুবদ চন্দ্র, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন মাটিন্দর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, দিবর ইউপি চেয়ারম্যান রাহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য মনজ কুমার, পূজা উদযাপন পরিষদ পত্নীতলা শাখার সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির পত্নীতলা উপজেলায় প্রতিবছরের ন্যায় এবারও আনন্দঘন পরিবেশে এবং নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে বলে আশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য মহামারী করোনার কারণে গত দু’বছর দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান ছিল। পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটা অগোচরে ছিলো সেই সময়। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠেয় পূজায় উপজেলার হাজার হাজার ভক্ত ও পূণ্যার্থী শারদীয় দূর্গা উৎসব পালন করবে। ঢাক, ঢোল, শংখ ধ্বনী আর উলুধ্বনী দিয়ে দেবী দূর্গাকে বরন করে নেয়ার অধির আগ্রহে অপেক্ষা করছে ভক্তরা।
এবার পত্নীতলায় পৌরসভা এবং উপজেলার ইউনিয়ন গুলোতে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও অন্যান্যদের ১৩টি সহ হিন্দু ধর্মাবলম্বীদের ৭৩টি মোট ৮৬টি মন্ডপে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় জাঁকজমক পূর্ণভাবে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্য পৌর শহরে রয়েছে ১৬টি মন্ডপ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন