নওগাঁর পত্নীতলায় রক্তদাতাদের মিলন মেলা
নওগাঁর পত্নীতলায় ‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ” এই প্রতিপাদ্য নিয়ে চার হাজার ব্যাগ মাইফলক পূর্ন হওয়ায় রক্তদান পূর্ণ হওয়ায় ডোনারদের নিয়ে মিলন মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সারাদিন ব্যাপি রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজানের উদ্যোগে জেলা ডাকবাংলো অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যবসায়ী হানজালা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রশিদ , নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ডা. আতাবুল ইসলাম, প্রকৌশলী গোলাম মোরশেদ (সালেফ), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই মিলন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফার্ম করেন মিরাক্কেল খাত তানভির সরকার, এনটিভি হাসো খ্যাত অভিনেতা ইমরান হাসো সহ স্থানীয় শিল্পীবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন