২জন ছাত্র নিয়ে শুরু হওয়া মাদ্রাসার ৪বছরে শিক্ষার্থী ৩ শতাধিক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা এলাকায় সাঈফী নগর মাদ্রাসা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি এখন এতদাঞ্চলের ইসলাম শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শায়েখ নেছার উদ্দিন সাঈফী।

২০১৮ সালের ৫ জানুয়ারি ডা. রুস্তম আলী ফরাজী এমপি মাদ্রাসাটি উদ্বোধন করেন। মাত্র ২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হওয়া এই মাদ্রাসার বর্তমান ছাত্রসংখ্যা তিন শতাধিক।

বহুমুখী এ দ্বীনি প্রতিষ্ঠানটিতে রয়েছে হেফ্জখানা, কিতাব বিভাগ ও জেনারেল শাখা। এছাড়াও ছাত্রদের আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিখানো হয় ইংরেজি ভাষার ব্যবহার।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকদের দান অনুদানে পরিচালিত আলোকিত মানুষ গড়ার এ প্রতিষ্ঠানটির কিছু প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত ১ কি.মি. ইটসোলিং রাস্তাটি সংস্কার, পুকুরে ঘাটলা এবং ছাত্রাবাস নির্মান জরুরী। সবার সহযোগিতায় মাদ্রাসাটি ইসলামী সংস্কৃতি ও চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে জানান স্থানীয়রা।