নওগাঁর রাণীনগরে উপকারভোগীদের সুখ-দূ:খের কথা শুনলেন এমপি হেলাল
নওগাঁর রাণীনগরে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময়ে সুখ-দু:খের কথা শুনলেন এমপি আনোয়ার হোসেন হেলাল। সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদ আয়োজিত করজগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা শোনেন তিনি।
সভায় অত্র ইউনিয়নের ভিজিডি, ভিজিএফ, বয়স্কভাতা, বিধবাভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সাড়ে পাঁচ হাজার উপকারভোগী অংশ নেয়। এসময় উপকার ভোগী ছাবিনা বিবি,ওমর ফারুক, মজনু ছৌধুরীসহ বিভিন্ন ভাতাভোগীরা সরকারী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে তাদের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরেন এবং অনেকেই আগামীতে ভাতার টাকা বৃদ্ধি করার জন্য এমপি আনোয়ার হোসেন হেলাল এর মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ জানান।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওহাব (চাঁন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু,প্রচার সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার,কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাচ্চু,সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির খন্দকারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন