নওগাঁয় র‍্যাবের অভিযানে ৫ জন ভূয়া চিকিৎসক গ্রেফতার

নওগাঁর পত্নীতলা উপজেলায় বিভিন্ন বিশেষ চিকিৎসক পরিচয় দানকারী পাঁচ(৫) জন ভূয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলা সদর নজিপুর বাজার এলাকা থেকে কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে র‍্যাব-৫ এর একটি চৌকশ অপারেশন টিম অভিযান পরিচালনা করে পাঁচজন ভূয়া চিকিৎসকসহ চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন মেডিকেল,সার্জিক্যাল যন্ত্রপাতি জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পত্নীতলা উপজেলার পুইয়্যা গ্রামের রাজকুমার চৌধুরীর ছেলে শ্রী চপল চৌধুরী (২৬), চকশিবরাম গ্রামের শ্রী ভারুভূষণ সরকারের ছেলে শ্রী গোলাপ কুমার সরকার (৩২), আমবাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম মিঠু(৩৯), বালুখা পূর্বপাড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মোশারফ হোসেন রাজু (৩২) এবং শাজিপুর পুরাতন বাজার এলাকার শাহিনুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সোহান (২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ দাবি করে আটককৃতরা এমবিবিএস , বিডিএস ডিগ্রী অর্জনের কোন অনুমোদিত কাগজপত্র দেখাতে পারেনি।তারা সকলেই ফার্মেসি দোকানদার। তাদের মধ্যে কেউ ভাঙ্গা হাড়ের সার্জিক্যাল প্লাস্টার করতেন।কেউ মা ও শিশু বিশেষজ্ঞ হিসাবে পরিচয় দিতেন।তারা কয়েক বছর থেকে এমন অনুশীলন করে আসছিলেন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নওগাঁর পত্নীতলা থানায় মামলা রজু করা হয়েছে।