নওগার রাণীনগরে নারী-শিশু মামলার আসামীসহ দুইজন গ্রেফতার” ইয়াবা উদ্ধার
নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে নারী-শিশু মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এসময় ১৫পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদক মামলা রুজু করে দু’জনকেই সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,রোববার সন্ধ্যায় উপজেলার পারইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫পিস ইয়াবাসহ তাপস চন্দ্র (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার তাপস পারইল নমসুত্র পাড়া গ্রামের ব্রজেন প্রামানিকের ছেলে। এঘটনায় রাতেই তাপসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। অপর দিকে রোববার একই সময় উপজেলার সরিয়া গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সেলিম উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সেলিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।গ্রেফতার দু’জনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন