নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান
২১ ফেব্রয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীতে জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার, নরসিংদী আলোচনার শুরতে আজকের এই মহান দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বর্ণমালার সংগ্রামে রক্ত ঝরানো জাতি হিসেবে বাঙ্গালী জাতি অনন্য। মাতৃভাষা নিয়ে এ আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের। যে রক্তের ধারা এনে দিয়েছে স্বাধীনতার লাল সুর্য, অর্জনের মুকুটে যুক্ত করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি।
আজ সারাবিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন