নরসিংদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

স্মার্টফোনের আসক্তি, পডাশোনার ক্ষতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে “৪৩ তম জাতীয বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা”র উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় নরসিংদী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঞা।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান।

 
মাধ্যমিক বিদ্যালয় একাডেমিক সুপারভাইজার খাদিজা তুন কোবরা’ র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মেলায় নরসিংদী সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট নিয়ে এ বিজ্ঞান মেলায় অংগ্রহণ করে।