নরসিংদীতে মায়ের হাতে শিশু সন্তান খুন!

নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের দড়ি হাইরমারা গ্রামের রব্বান মুন্সির মেয়ে কোহিনুর আক্তারের বিরুদ্ধে তিন বছর বয়সি তামান্না নামে এক শিশু সন্তানকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে পবিত্র ঈদ-উল-ফিতরের আগের দিন ১৩ মে (বৃহস্পতিবার)।

দড়ি হাইরমারা গ্রামের আসাদ মিয়া অভিযোগ করে বলেন, রব্বান মুন্সি তার মেয়ের অপকর্ম এবং উক্ত হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দিতে বিভিন্ন মানুষকে মোটা অংকের অর্থ বিলি করছে। শুধু তাই নয়, কোহিনুর আক্তার এর প্রথম সংসার ভেঙ্গে গিয়েছিল তার অপকর্মের কারণে। পরবর্তীতে নরসিংদী সদর উপজেলার সোহাগ ওরফে বাবু মিয়ার সঙ্গে ২য় বিবাহ হয়। বর্তমানে তারা স্টেশন রোড কড়ুই গাছ সংলগ্ন, নরসিংদী সদর, নরসিংদী বসবাস করছে।

মৃত তামান্নার পিতার নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানের মৃত্যুর বিষয়টি আমার শ্বশুর বাড়ীর লোকজন জানে। এ বিষয়টি সমাধান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বলে জানান সোহাগ ওরফে বাবু।

এদিকে রবিবার (১৬ মে) সংবাদকর্মী রুদ্র উক্ত দড়ি হাইরমারা গ্রামে গিয়ে বিভিন্ন মানুষদের নিকট এই বিষয়ে জানতে চাইলে তাদেরই এক প্রতিবেশী সালমা আক্তার বলেন, কোহিনুর মেয়েটা প্রথম থেকেই খারাপ। সে একজন উগ্রমেজাজের মানুষ। এই কারণে কোহিনুরের প্রথম সংসার টিকে নাই। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কোহিনুর তার শিশু সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে বলে আমরা শুনেছি। তার বাবাও এটা নিয়ে একটি শালিস করেছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, পুলিশ সুপার এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জের দৃষ্টি কামনা করছি আমরা সকলেই। ঘটনাটির সত্যতা তদন্তকরে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।